মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬, ১১:৩০:৪৯

রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি, গোলাগুলি

রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি, গোলাগুলি

নিউজ ডেস্ক : রাজধানীতে এক স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ ৭০ হাজার টাকা ও ২৫ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে গেছে বলে জানিয়েছেন বাসার মালিক জাহিদুর রহমান। এসময় ডাকাতের গুলিতে আহত হয়েছেন গৃহকর্তার ছেলে।

সোমবার সন্ধ্যায় রামপুরার উলন রোডের ওই বাসায় ডাকতির ঘটনা ঘটে।

মুখোশ পরা সশস্ত্র ৬ ডাকাত বাসায় ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে।  জাহিদুর রহমান বলেন, ‘যে ঘরে স্বর্ণ  ও টাকা পয়সা ছিল সে নিয়ে আমাকে মাথায় পিস্তল ঠেকিয়ে বেঁধে ফেলে। আমার ধারণা এলাকার লোকজন এর সাথে জড়িত আছে।’

পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। রামপুরা থানার ওসি প্রলয় কুমার শাহা বলেন, ‘ঘটনার পরপরই আমরা আসি। এই ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
১৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে