নিউজ ডেস্ক: লিফটে চড়ে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ১৭ জন এমবিবিএস ছাত্রী আহত হয়েছেন। জানা গেছে, আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে (ইবিমেক) এর লিফটে ২০ জন ছাত্রী এক সাথে চড়ার পর হঠাৎ ছিঁড়ে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
এরপর তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঐ হাসপাতালেই চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে কারও পা মচকে গেছে, কেউ হাতে-পায়ে-কোমরে ব্যাথা পেয়েছেন এবং কয়েকজনের মাথা ফেটেছে বলে জানান চিকিৎসকরা।
হাসপাতালের মানবসম্পদ কর্মকর্তা জাহিদ হাসান জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসক হিসেবে দুপুর ১২টা থেকে হাসপাতালের পঞ্চম তলায় ওই শিক্ষার্থীদের ডিউটি ছিল। এর কয়েক মিনিট আগে নিচতলায় প্রায় ২০ জন ছাত্রী লিফটে ওঠেন। আড়াইতলা ওঠার পর লিফটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। লিফটের ধারণ ক্ষমতা মাত্র আটজন। কিন্তু একই ব্যাচের শিক্ষার্থী হওয়ায় তারা হুড়োহুড়ি করে সবাই মিলে লিফটে উঠে গিয়েছিলেন। ফলে এই দুর্ঘটনাটি ঘটে।
উল্লেখ্য, আহতরা সবাই রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের এমবিবিএস নবম ব্যাচের শিক্ষার্থী।
১৫ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস