নিউজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশন গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে রুপ রেখা তুলে ধরেছেন তা এক কথায় ভালো বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা।
শুক্রবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন এই রুপ রেখা তুলে ধরেন।
এ প্রসঙ্গে, ব্যারিস্টার রফিক উল হক জানিয়েছেন, ‘আমি রাজনীতি করি না। রাজনৈতিক নেতাও না। আমার এ বিষয়ে মন্তব্য করার তেমন কিছু নেই। তবে সব দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের যে প্রস্তাব খালেদা জিয়া রেখেছেন সেটা অবশ্যই ভালো।’
প্রসঙ্গত, ২০০৭ সালে ফখরুদ্দিন সরকার দায়িত্ব নেওয়ার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। এই দুজনের পক্ষেই আইনি লড়াই লড়েছিলেন ব্যারিস্টার রফিক।
একই বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল অব. এম সাখাওয়াত হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, খালেদা জিয়া ইসি গঠনে একটি রূপরেখা দিয়েছে যা নিয়ে সরকারের সাথে আলোচনা করা যেতে পারে। যারা নিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদের নিয়ে রাষ্ট্রপতি আলোচনা করতে পারে এবং সেই আলোচনার প্রেক্ষাপটে একটি সার্চ কমিটি গঠন করা যেতে পারে বলে আমি মনে করি।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার প্রথম পর্বে যে প্রস্তাবনা যেটি নাকোচ করার মত কোনো কারণ আমি দেখছি না।
এদিকে সুনাগরিকের জন্য সম্পাদক ড.বদিউল আলম মজুমদার বলেন, ইসি গঠনে খালেদা জিয়ার যে প্রস্তাবনা সেটি সরকারের মানা উচিত। কারণ এই প্রস্তাবনাগুলো একটি সুষ্ঠু নির্বাচনের পথকে সুগম করবে।
তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি আর বিতর্কিত নির্বাচন চান না। তাই তিনি যদি বিতর্কিত নির্বাচন যদি না চান তাহলে কার্যকর এবং শক্তিশালী গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা এবং নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছা এবং সুন্দর করার জন্য এই প্রস্তাবনাগুলো খারাপ নয়।
১৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম