শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ১১:১৯:৩০

ক্ষমতাসীনরাও আলোচনার সুযোগ নিতে পারে : খালেদা

ক্ষমতাসীনরাও আলোচনার সুযোগ নিতে পারে : খালেদা

নিউজ ডেস্ক : অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ক্ষমতাসীনরাও আলোচনার সুযোগ নিতে পারে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার বিকেলে এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন।

টুইট বার্তায় খালেদা জিয়া বলেছেন, নিরপেক্ষ ইসি গঠনে আমি বিএনপির প্রস্তাবনা তুলে ধরেছি। অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ক্ষমতাসীনরাও এর ভিত্তিতে আলোচনার সুযোগ নিতে পারে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নিবন্ধিত সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান জানান।

এসময় তিনি একই সঙ্গে সব দলের ঐক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনেরও কথা বলেন।

খালেদা জিয়া বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সৎ, সাহসী, অবাধ ও সুষ্ঠু স্বাধীন নির্বাচন কমিশনের বিকল্প নেই। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনের যোগ্যতার কথাও বর্ণনা করেন তিনি।

১৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে