রবিবার, ২০ নভেম্বর, ২০১৬, ০৪:৪০:৩৮

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক : উত্তর প্রদেশের কানপুরে ‘পাটনা-ইন্দোর এক্সপ্রেস` ট্রেনের ১৪ বগি লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রবিবার একথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। আমরা শোকাহত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি।’

প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মুক্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পাটনা ও ইনদোরের মধ্যে চলাচলকারী একটি রবিবার ভোরে উত্তর প্রদেশে লাইনচ্যুত হয়। এতে ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়।
২০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে