শনিবার, ১০ অক্টোবর, ২০১৫, ০৬:১০:২৫

এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক গভর্নর নির্বাচিত ড. আতিউর

এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক গভর্নর নির্বাচিত ড. আতিউর

নিউজ ডেস্ক : আর্থিক খাতে অসামান্য অবদানের জন্য এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক গভর্নর নির্বাচিত হয়েছেন ড. আতিউর রহমান।  ২০১৫ সালের এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ গভর্নর নির্বাচিত হলেন বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর।   

 
শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় পেরুর রাজধানী লিমায় বিশ্বব্যাংক ও  আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠক শেষে এক সেমিনারে শ্রেষ্ঠ গভর্নরের নাম ঘোষণা করে ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টর (পিএলসি)।

আগামীকাল সকালে পেরুর লিমায় হোটেল শেরাটনে ড. আতিউর রহমানের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান।

জানা গেছে, ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টর (পিএলসি) বিজনেস টু বিজনেস ইনফরমেশন কোম্পানি হিসেবে আন্তর্জাতিকভাবে আর্থিকগোষ্ঠীকে অনলাইনে তথ্য গবেষণা, কনফারেন্স, ইনভেস্টমেন্ট ইনস্টিটিউটকে সহায়তা করে থাকে।

এর আগেও ড. আতিউর রহমান ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ গভর্নর-২০১৫’ পুরস্কার লাভ করেন।  সে সময় তাকে পুরস্কৃত করেছিল লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমসের মালিকানাধীন ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’।

এ বছরের ৬ ফেব্রুয়ারি শুক্রবার লন্ডনে হাউজ অব লর্ডসে ড. আতিউর রহমানকে দ্য ব্যাংকার অ্যাওয়ার্ড দেয়া হয়।

 অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য দ্য ব্যাংকারের প্রধান সম্পাদক ব্রেইন ক্যাপলেন এক অনুষ্ঠানে ড. আতিউর রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন।
১০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে