এমটিনিউজ২৪ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাছানপুর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু (৪৬), সে হাছানপুর গ্রামের রমজান মন্ডলের ছেলে, একই গ্রামের নুরু হকের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৪), মৃত রমজান মন্ডলের ছেলে হাবিবুর ইসলাম (৪৫), আব্দুল খালেকের ছেলে ফরহাদ হোসেন (৩৬), রইচ মন্ডলের ছেলে নুর হক (৬২)। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে যুবদল নেতা মজনুর অবস্থা আশঙ্কাজনক। আহতরা বিএনপির রাজনীতির সাথে জড়িত।
অভিযুক্তরা হলেন—একই গ্রামের আজিবার ইসলামের ছেলে আলাউদ্দিন (৩৫)। সে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর শ্যালক। আলাউদ্দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। আলফাত আলীর ছেলে আশা (৪৪), আসাদুল, আলফাত হোসেনের ছেলে আব্দুল্লাহ (৪২), বাদল আলীর ছেলে লতিব। তাদের নেতৃত্বে ৬০-৭০ জন
আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, হাসানপুর গ্রামে বিলের একটি মাছের ঘেরে মাছ চাষ ও ফসলের মাঠ নিয়ন্ত্রণ করে আসছিলেন ওই গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাহাঙ্গীর ও তার লোকজন। বিলের জমির জমাটবদ্ধ পানি কেটে বের করা নিয়ে জাহাঙ্গীর মেম্বর ও যুবদলের নেতা মজনুর সাথে প্রতিপক্ষ আশা ও আসাদুলে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।
গত বুধবার ওই গ্রামের আলাল হোসেন আলা মাছের ঘেরে তার জমি আছে দাবি করে বাঁধ দিতে চাইলে জাহাঙ্গীর মেম্বারের লোকজন বাধা দেয়। পরদিন বৃহস্পতিবার স্থানীয় আসারত আলী জমিতে পানি দিতে গেলে জাহাঙ্গীর মেম্বারের লোকজন তাকেও বাধা দেয়। এর জেরে শুক্রবার সকালে আসারত ও আলার নেতৃত্বে গ্রামের শতাধিক লোক লাঠি, রড নিয়ে জাহাঙ্গীর মেম্বারের বাড়িতে হামলা চালায়। এতে আহত হয়েছেন ৫ জন। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা বলেন, পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করা হয়েছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করে। এ ঘটনায় তাদের ৫জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এ প্রসঙ্গে বলেন, “হাসানপুর গ্রামের বিলের জমির পানি কেটে বের করা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বেশ কয়েজন আহত হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আহত পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছে।”