ঢাকা: নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে ধরার জন্য সময় আবেদন করেছে দলটি। আর এই কারণেই রাষ্ট্রপতির কাছে বিএনপি’র পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
তিনি বলেন, নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়ার দায়িত্ব রাষ্ট্রপতির। এজন্য আমরা মনে করছি, নির্বাচন কমিশন পুনর্গঠন প্রস্তাব তাকে জানানো দরকার। এজন্য আমরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে রোববার সময় আবেদন করেছি। তবে এখন পর্যন্ত বঙ্গভবন থেকে এ বিষয়ে কোন অগ্রগতি আমরা পায়নি। প্রস্তাবনাটি অন্যান্য রাজনৈতিক দলকেও দেয়া হবে বলেও জানান তিনি।
২১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস