মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬, ১১:৪৭:১১

নাসিক নির্বাচনে সেই সাখাওয়াতকে প্রার্থী করে চমক দেখাল বিএনপি

নাসিক নির্বাচনে সেই সাখাওয়াতকে প্রার্থী করে চমক দেখাল বিএনপি

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

জেলা বিএনপির সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট তৈমুর আলম খন্দকারকে প্রার্থী কারার বিষয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এই খবর এলো। ফলে এটিকে বিএনপির চমক হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাখাওয়াতের নাম ঘোষণা করা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে সংঘটিত সাত খুনের মামলার বাদীপক্ষের আইনজীবী হচ্ছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে