মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬, ০২:০৬:৪৬

আজ রাতে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

আজ রাতে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

নিউজ ডেস্ক : দেশের সাবমেরিন কেবল ভিত্তিক ইন্টারনেট সেবা আজ মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত বিঘ্ন হতে পারে। মেরামত কাজ চলায় সাবমেরিন কেবল নির্ভর ইন্টারনেট সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম।

আমিনুল হাকিম বলেন, ‘মেরামত কাজ চলার সময় সাবমেরিন কেবলের মাধ্যমে সরবরাহকৃত ব্যন্ডউইথ বন্ধ থাকবে। ফলে সাবমেরিন কেবল নির্ভর ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে। তবে বিকল্প ব্যবস্থায় দেশে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।’

দেশের ৬টি আইটিসি কেবল (ইন্টারন্যাশনার টেরিস্টোরিয়াল কেবল) মাধ্যমে ভারত থেকে ব্যন্ডউইথ এনে এ সেবা স্বাভাবিক রাখা হয়। প্রায় ১৫০ গিগা ব্যান্ডউইথ আমদানি করা হয়।
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে