মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬, ০৫:৪২:১৪

রোহিঙ্গাদের প্রবেশের সুযোগ দেওয়ার হোক : গয়েশ্বর

রোহিঙ্গাদের প্রবেশের সুযোগ দেওয়ার হোক : গয়েশ্বর

নিউজ ডেস্ক : মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের দেশে প্রবেশের সুযোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ এই আলোচনা সভার আয়োজন করে।
 
বিদেশে প্রধানমন্ত্রীর বন্ধু নেই মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনার বিদেশে প্রভু আছে কিন্তু বন্ধু নেই। তাই ফেলানীর লাশ ঝুললেও কিছু বলতে পারেন না তিনি। সীমান্তে বিজিবি গুলি না করার ঘোষণা দিলেও বিএসএফ কিন্তু দেয়নি। তারা তাদের মতো গুলি চালাচ্ছে। আমাদের মানুষ মারছে, গরু-ছাগল মরছে। কিন্তু কোনো প্রতিবাদ নেই।
 
বিএনপির মধ্যে কেউ কেউ তারেক রহমানের নাম বিক্রি করে স্বার্থসিদ্ধি করছেন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, দেশের ভেতরে কিছু ধান্দাবাজ তারেক রহমানের নাম বিক্রি করছেন। তারা বলে, ভাইয়ের সাথে কথা হয়েছে। এদের কাছ থেকে সাবধান থাকুন।

২২ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে