নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন পুনর্গঠনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া রূপরেখার পক্ষে জনমত গঠনের পরিকল্পনা গ্রহণ করছে বিএনপি। রাজধানীসহ সারা দেশে সভা-সমাবেশ, সেমিনার, মতবিনিময়সহ নানা কর্মসূচির কথা ভাবছে দলটির হাইকমান্ড। বিভাগীয় শহরেও সমাবেশ করার চিন্তা-ভাবনা হচ্ছে।
এ ইস্যুতে জোটের শরিকদেরও পাশে রাখা হবে। এ নিয়ে খুব শিগগির ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন খালেদা জিয়া। রূপরেখাটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ইস্যুতে আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের চেষ্টা করছে বিএনপি। রূপরেখার কপি বিদেশী রাষ্ট্রদূতদের দেয়া হচ্ছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে রূপরেখার কপি তাদের দেয়া হয়।
বিএনপির নীতিনির্ধারকরা জানান, আওয়ামী লীগ রূপরেখা প্রত্যাখ্যান করলেও বিএনপি চাচ্ছে বিষয়টি আলোচনায় থাকুক। বিশেষ করে নাগরিক সমাজ ও গণমাধ্যমে এ নিয়ে যুক্তিতর্ক অব্যাহত থাকুক। রূপরেখা নিয়ে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়, জেলা পর্যায়ে সভা-সেমিনারের আয়োজন এবং বিএনপি সমর্থক পেশাজীবী সংগঠনগুলোর উদ্যোগে সভা-সেমিনারের আয়োজন করার পরিকল্পনা আছে। ঢাকার বাইরে সভা-সমাবেশের পর আগামী মাসে রাজধানীতে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। শেষ পর্যন্ত সমাবেশের অনুমতি না পেলে ১৬ ডিসেম্বর বিজয় র্যালি করবে দলটি। ওই র্যালিতে ব্যাপক লোক সমাগমেরও চিন্তা-ভাবনা রয়েছে। র্যালিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেত্রী ইসি পুনর্গঠন নিয়ে যে রূপরেখা দিয়েছেন তা দেশবাসী ইতিবাচকভাবেই নিয়েছে। সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে একটি স্বাধীন নির্বাচন কমিশন। আমাদের নেত্রী সেই আহ্বানই জানিয়েছেন। সরকার তা প্রত্যাখ্যান করলেও বিএনপি এ ইস্যুতে জনমত তৈরিতে কাজ করবে। তিনি বলেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকেও রূপরেখাটি দেয়া হবে। আশা করছি তিনি প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করে এ ইস্যুতে আলোচনার উদ্যোগ নেবেন।
ইসি পুনর্গঠন নিয়ে খালেদা জিয়া ১৩ দফা রূপরেখা দেয়ার পরপরই আওয়ামী লীগ তা প্রত্যাখ্যান করেছে। কারণ হিসেবে বিএনপি নেতারা মনে করেন, রূপরেখা প্রত্যাখ্যান করে ক্ষমতাসীনরা সঠিক কাজ করেনি। তাদের এই আচরণ দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। খালেদা জিয়া যে রূপরেখাই দিক না কেন আওয়ামী লীগ কৌশলগত কারণে তা প্রত্যাখ্যান করবে- এটা বিএনপিও জানত। তারপরও সরকারকে চাপে রাখতে বিএনপির পক্ষ থেকে এ রূপরেখা দেয়া হয়েছে।
বিএনপি নেতারা মনে করেন, সরকার প্রত্যাখ্যান করলেও খালেদা জিয়ার প্রস্তাবকে দেশের সুশীল সমাজসহ নানা শ্রেণী-পেশার মানুষ সমর্থন করেছেন। এ বিষয়টিকেই তারা ইতিবাচকভাবে নিয়েছেন। তাই তারা নির্বাচন কমিশন গঠন নিয়েই মাঠে থাকতে চান। এতে করে দলের নেতাকর্মীরা যেমন চাঙ্গা হবে, তেমনি সংগঠনেও গতি আসবে।
এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিস্থিতি হলেই বিএনপি নির্বাচনে যাবে। ইসি পুনর্গঠনের রূপরেখা সেদিকে লক্ষ্য রেখেই দেয়া হয়েছে। সরকার কী করে বা তাদের সদিচ্ছাই বা কতটুকু এটাই দেখার বিষয়। তিনি বলেন, সরকার আন্তরিক হলে অনেক সংকটের সমাধান আলোচনার টেবিলেই হতে পারে। খন্দকার মোশাররফ আরও বলেন, দেশের মানুষ খালেদা জিয়ার রূপরেখাকে ইতিবাচক হিসেবে নিয়েছে। মানুষ জানে খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছে, সেভাবে ইসি পুনর্গঠন হলে তারা ভোট দিতে পারবে। তাই, আমরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে এ রূপরেখার পক্ষে জনমত গঠন করব।
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, আওয়ামী লীগ যদি ভাবে যে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মতো ইসিও গঠন করবে এবং আরও একটি একতরফা নির্বাচন করবে, সেটা হবে তাদের জন্য বিরাট ভুল। কারণ, সে পরিবেশ ও অবস্থা আওয়ামী লীগের এখন নেই। এদিকে ইসি পুনর্গঠনে রূপরেখা দেয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন জোটের কয়েকজন নেতা। তারা মনে করছেন, এ নিয়ে শুধু বসে থাকলে চলবে না জনমত তৈরিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। জোটের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে কয়েকটি কমিটি করে সারা দেশে সফরের মাধ্যমে তৃণমূলে মানুষকে সচেতন করতে হবে। খালেদা জিয়া তাদের মতামতকে গুরুত্ব দিয়েছেন বলে জানা গেছে। দ্রুতই এই ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে।
জানতে চাইলে জোটের শরিক জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে জোটনেত্রী রূপরেখা দেয়ায় তাকে ধন্যবাদ। রূপরেখা দেয়ার পর তার সঙ্গে দেখা করেছি। এখন কীভাবে এর পক্ষে জনমত গঠন করা যায় সে ব্যাপারে কর্মসূচি প্রণয়নের পরামর্শ দিয়েছি। কর্মসূচি প্রণয়নে দ্রুত জোটের বৈঠক ডাকার পক্ষেও মত দিয়েছি। আশা করি দ্রুত জোটের বৈঠক ডেকে এ ব্যাপারে করণীয় চূড়ান্ত করা হবে। যুগান্তর
২৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি