নিউজ ডেস্ক : ১৩১৯ দিন আজ মুক্তি পাচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। আদালতের দেয়া জামিন আদেশ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এ পৌঁছানোর পর তার মুক্তি প্রক্রিয়া শুরু হয়।
কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মঙ্গলবার বিকেলে ওই জামিননামা কাশিমপুর কারাগারে পৌঁছেছে। এর আগে রবিবার ওই জামিন আদেশে স্বাক্ষর করেন বিচারপতিগণ।
মাহমুদুর রহমানের ঘনিষ্টজনরা জানিয়েছেন, শেষ মুহুর্তে সরকারের নির্বাহী আদেশে আর কোনো নতুন আইনি জটিলতা সৃষ্টি না হলে তার মুক্তি প্রক্রিয়ায় কোনো প্রতিবন্ধকতা আপাতত নেই।
প্রসঙ্গত, সর্বশেষ মামলায়ও সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দৈনিক আমার দেশ’র সম্পাদক মাহমুদুর রহমানের জামিন বহাল থাকে। ২০১৩ সালে দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে গ্রেপ্তারের পর দীর্ঘ ১৩১৯ দিন কারাভোগ করেন মাহমুদুর রহমান। এর আগে ২০১০ দী্ঘে ১০ মাস কারাভোগ করেন আলোচিত এই কলম সৈনিক। বাংলাদেশের ইতিহাসে কোনো সম্পাদকের এতো বেশিদিনের কারাভোগের ঘটনা এটিই প্রথম।
মাহমুদুর রহমানের নামে ওই মামলাসহ অন্তত ৭০টি মামলা রয়েছে বলে জানা গেছে। অন্যসব মামলায় এর আগেই জামিন নিয়েছেন তিনি।
২৩ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম