নিউজ ডেস্ক : প্রতিবেশি মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে দেশটির নোবাহিনী। সেদেশে রাষ্ট্রীয় এই গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে বুধবার সকালে রাজধানীর জুরাইনে বিক্ষোভ মিছিল করে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। জুরাইন চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে গেন্ডারিয়া রেল স্টেশনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আব্দুস সবুর ফকিরের নেতৃত্বে মিছিলে অংশ নেন ছাত্রশিবির ঢাকা মাহনগরী দক্ষিণের সভাপতি রিয়াজ উদ্দিন, ঢাকা মহানগরী জামায়াতের মজলিশে শূরা সদস্য আবুল ফতেহ, নিজামুল হক নাঈম, আব্দুর রহিম, শাহজাহান খান প্রমুখ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মায়ানমার সরকারের প্রতি সেদেশের রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের আহ্বান জানান জামায়াত নেতারা।
বক্তারা বলেন, মায়ানমারে কিছুদিন পর পর মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। সেখানের মুসলমানরা গণহত্যার শিকার হচ্ছেন। অথচ বিশ্ব নেতাদের তেমন কোন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। মায়ানমারে গণহত্যা বন্ধে বাংলাদেশসহ সারা বিশ্বকে এবং মানবাধিকার সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
২৩ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম