ঢাকা: দিন দিন মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর নির্যাতন বেড়ে চলছে। এমন সময়ই একটি শান্তির বার্তা দিয়ে মায়ানমারকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
ঢাকায় নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। সেসময় মায়ানমারের রাষ্ট্রদূতের হাতে একটি প্রতিবাদ পত্রও তুলে দেয়া হয়।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান জানান, রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে মায়ানমারের রাষ্ট্রদূতের কাছে আমাদের উদ্বেগের কথা বলেছি। অবিলম্বে সেখানকার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে দেশটিকে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে সেখানকার লোকজনের দেশে ফিরে যাওয়ার পথ নিশ্চিত করতে আমরা তাদের পরিস্থিতির উন্নতি ঘটাতে বলেছি।
জবাবে মায়ানমারের রাষ্ট্রদূত গণমাধ্যমে প্রকাশিত এসব সংবাদকে বানোয়াট বলে দাবি করেছেন। তিনি বলেন, প্রকৃত অর্থে সেখানে এমন কিছুই হচ্ছে না।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর মায়ানমার সেনাবাহিনীর নৃশংস হামলা চালাচ্ছে। সেখানে গণমাধ্যমকর্মীসহ আন্তর্জাতিক ত্রাণকর্মীদের ঢুকতে দেয়া হচ্ছে না। এ হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।
এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস