বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬, ০২:১৭:১১

হিন্দুদের ওপর হামলার পেছনে জামায়াত : শাহরিয়ার কবির।

হিন্দুদের ওপর হামলার পেছনে  জামায়াত : শাহরিয়ার কবির।

নিউজ ডেস্ক : সাম্প্রতিক কালে সারাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলার পেছনে জামায়াতের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির চেয়ারম্যান, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির। এই হামলার মধ্যে দিয়ে জামায়াত বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চাইছে বলেও অভিযোগ করেন কবির।

বুধবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহরিয়র কবির জানান ‘জামায়াত ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি দেশে সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে। তারা চায় আমাদের দেশ এখনও অন্ধকারেই থাকুক। দেশের বর্তমান সরকার সংখ্যালঘুদের সুরক্ষায় সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি জামাত ও জেএমবি’এর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার’।

উল্লেখ্য, এই মুহুর্তে নিজের ডকুমেন্টারি ছবি ‘জার্নি টু জাস্টিস’এর প্রচারে কলকাতা সফর করছেন এই বিশিষ্ট লেখক, পরিচালক। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল, সেই বর্বরতার কাহিনীই তুলে ধরা হয়েছে এই ডকুমেন্টারি ছবিটিতে।
২৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে