বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬, ০৫:৪৮:৫২

মন্ত্রিসভায় চূড়ান্ত হলো ছেলে-মেয়েদের বিয়ের বয়স সীমা, জেনে নিন কার কত?

মন্ত্রিসভায় চূড়ান্ত হলো ছেলে-মেয়েদের বিয়ের বয়স সীমা, জেনে নিন কার কত?

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার একটি বৈঠকে আইনটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব জানিয়েছেন।

বিয়ের ক্ষেত্রে ছেলেদের বয়স সর্বনিন্ম ২১ ও মেয়েদের বয়স ১৮ বছরের বিধান রেখে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

শফিউল আলম বলেন, তবে বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্ক কোনো নারীর সর্বোত্তম স্বার্থ, আদালতের নির্দেশ ও পিতা-মাতার সম্মতিতে বিধিসম্মত উপায়ে বিয়ের ব্যবস্থা গ্রহণ করা যাবে বলেও আইনে উল্লেখ রয়েছে।
২৪ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে