বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬, ১০:২৭:৩৭

এসব দেখার জন্য কি বেঁচে আছি : এমাজউদ্দীন

এসব দেখার জন্য কি বেঁচে আছি : এমাজউদ্দীন

নিউজ ডেস্ক : দেশের সামগ্রিক পরিস্থিতির কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, দুঃখ হয়, এসব দেখার জন্য কি বেঁচে আছি?

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর নির্যাতন, সংখ্যালঘুদের নির্যাতন উল্লেখ করে এমাজউদ্দীন আহমদ এ কথা বলেন।

এমাজউদ্দীন আহমদ বলেন, সমাজে আজ যে অবস্থা চলছে, যে দিকে তাকাই না কেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। আগামী ১৫ ডিসেম্বর আমি ৮৪ বছরে পা দেব। এই ৮৪ বছরে এত সামাজিক মূল্যবোধের অবক্ষয় দেখিনি।

তিনি বলেন, লেখাপাড়া করেছি, শিক্ষকতা করেছি, বিভিন্ন পর্যায়ে দেশ-বিদেশে ঘুরেছি। বিদেশে গেলে দেশটাকে আরও অনেক সুন্দর মনে হয় এবং অনেক সমৃদ্ধ জায়গা থেকেও ফিরে আসতে ইচ্ছে করে অনেক সমস্যায় জর্জরিত ছোট্ট এই দেশটায়। কিন্তু আজ মনে হয় না, এখানে মানুষ বসবাস করে বা করার মতো।

এমাজউদ্দীন আহমদ বলেন, মাত্র কয়েক সপ্তাহ ধরে যে ঘটনাগুলো দেশে ঘটছে, অতীতে আমরা এ রকম দেখিনি। আমি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গিয়েছিলাম। হিন্দুদের ১৪টি মন্দির এবং প্রায় ৭১ বা ৭২টি বাড়িতে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সেটা দেখে আমি কয়েক দিন ঘুমাতে পারিনি।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী লেখক পরিষদ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।

২৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে