নিউজ ডেস্ক : মিয়ানমারে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ. টি. ইমাম। পাশাপাশি মিয়ানমার সরকারের বোধোদয় হবে না বলে মন্তব্য করেন এইচ. টি. ইমাম।
বৃহস্পতিবার বিবিসি বাংলার প্রবাহ টিভির সাথে এক সাক্ষাৎকারে এইচ টি ইমামকে জিজ্ঞেস করা হয়েছিল, রোহিঙ্গাদের নিয়ে বর্তমান সঙ্কটের সমাধান কিভাবে হতে পারে? জবাবে তিনি মিয়ানমারের ওপর স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন। এর পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, অতীতে অনেক দেশেই এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এইচ. টি. ইমাম বলেন, ''পরমাণু অস্ত্র নিয়ে জাতিসংঘ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সিরিয়া, ইরাকসহ বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 'এখন মিয়ানমারের ওপর যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে সম্ভবত তাদের বোধোদয় হবে। নইলে হবে না।'
এদিকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশের সীমান্ত এলাকায় মানবিক কারণে আশ্রয় দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার বিকালে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।
বৃহস্পতিবার বিকালে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্র মন্ত্রী । রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত ব্রিফিংএ যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ব্রাজিল, চীন, জাপান, কোরিয়া, জাতিসংঘ, ভারত, সৌদি আরবসহ বেশ কিছু দেশের রাষ্ট্রদূতরা এসময় উপস্থিত ছিলেন।
ব্রিফিং শেষে পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান বের করতে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন দিয়েছে। তারা আলোচনার ওপরই জোর দিয়েছেন। আর বাংলাদেশ এই সমস্যা সমাধানে মিয়ানমারে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর থেকেই আলোচনা চালিয়ে আসছে। প্রধানমন্ত্রী আলোচনার জন্য সেখানে বিশেষ দূত পাঠিয়েছেন। বিভিন্ন ফোরামে এ নিয়ে আলোচনা হয়েছে।
২৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি