শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬, ০৬:৪২:১৭

‘আগামী নির্বাচনে ৬০-৭০ আসন নিয়ে বিরোধী দল হবে ‘আসল’ বিএনপি’

‘আগামী নির্বাচনে ৬০-৭০ আসন নিয়ে বিরোধী দল হবে ‘আসল’ বিএনপি’

নিউজ ডেস্ক : আগামী নির্বাচনে ৬০-৭০টি আসন নিয়ে বিরোধী দল হতে চায় ‘আসল’ বিএনপি বলে দাবি করেছেন ‘বিএনপির পুনর্গঠনের উদ্যোক্তা’ কামরুল হাসান নাসিম। শুক্রবার বিকালে রাজধানী গুলশান-২ এর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

‘আসল বিএনপি’র এই নেতা বলেন, ‘আমার প্রথম কাজ বিএনপির পুনর্গঠন করা। দ্বিতীয় কাজ হচ্ছে ২০ দলীয় জোটকে একটি ক্রেডিবল জোটে পরিণত করা।’ জামায়াত এবং জামায়াতের টাকা খায় এমন অনিবন্ধিত দলগুলোকে বাদ দিয়ে ৬-৭টি দলের সমন্বয়ে একটি শক্তিশালী জোট করা হবে বলেও জানান তিনি।

কামরুল ইসলাম নাসিম বলেন, ‘রামপাল ইস্যুতে আনু মুহাম্মদের মতো সংগঠকদের কাছে ধরণা দিতে হয় খালেদা জিয়াকে। তিনি এখন নাসিরনগরের ঘটনার দিকে মন না দিয়ে স্টার জলসা দেখে সময় কাটান।’

উল্লেখ্য, ২০১৫ সালের ৯ জানুয়ারি আত্মপ্রকাশ করা কামরুল ইসলাম নাসিমের‘আসল বিএনপি’ গণমাধ্যমে পরিচিতি পায়। এর আগে চারবার আসল বিএনপির মহড়া অনুষ্ঠিত বিএনপি কার্যালয়ের সামনে। জিয়া জিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ', 'আসল বিএনপি আসল বিএনপি, জিন্দাবাদ জিন্দাবাদ' ইত্যাদি স্লোগানে বিএনপির কার্যলয় দখল নিতে গিয়ে প্রতিবারই ছাত্রদল ও যুবদলের হাতে মার খান ‘আসল বিএনপি’র কর্মীরা।
২৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে