শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬, ০৮:১৬:৫১

ভাইবার, হোয়াটসঅ্যাপ ও ইমো নিয়ে 'নতুন' সিদ্ধান্ত

ভাইবার, হোয়াটসঅ্যাপ ও ইমো নিয়ে 'নতুন' সিদ্ধান্ত

নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইবার, হোয়াটসঅ্যাপ ও ইমোর মত স্মার্টফোন অ্যাপে ভয়েস কল সুবিধার কারণে ব্যবসায় মার খাছে বিটিআরটি। এনিয়ে দু-এক মাসের মধ্যে একটি সিদ্ধান্তে আসতে চায় সংস্থাটির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

শুক্রবার বিটিআরসি কার্যালয়ে অবৈধ ভিওআইপি ও সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এসব কথা বলেন।
 
তিনি বলেন, শুধু অবৈধ ভিওআইপির কারণেই নয়, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোর মত স্মার্টফোন অ্যাপে ভয়েস কল সুবিধার কারণে আন্তর্জাতিক ফোনকল ব্যবসায় বাংলাদেশ মার খাচ্ছে।
 
তিনি বলেন, কল কমার জন্য দাম বাড়ানোই মূল কারণ না। মোবাইল ফোনে ইন্টারনেট সহজলভ্য হয়েছে। তাই স্কাইপ, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো ভিওআইপি অ্যাপের মাধ্যমে ভয়েস কলের সুবিধাও জনপ্রিয়তা পাচ্ছে। বৈধ ভয়েস কলের ওপর এর সরাসরি প্রভাব পড়ছে।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, 'এ বিষয়ে পদক্ষেপ নিতে এখনও নীতিমালা প্রণয়ন করা হয়নি। পৃথিবীর অন্যান্য এ বিষয়ে কী করছে তা জানার চেষ্টা করছি।'

তিনি বলেন, 'কোনো কোনো দেশে এসব অবৈধ ঘোষণা করেছে। অনেক দেশে শুধুমাত্র ডাটা সরবরাহ করা যাচ্ছে, ভয়েস নয়। আমরা এ ব্যাপারে সবেমাত্র চিন্তা শুরু করেছি। আগামী দু-এক মাসের মধ্যে সিদ্ধান্ত নেব।'
২৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে