শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬, ০৮:৩০:৫৯

১৯৭১ সালের নভেম্বরেই পরাজয় মেনে নিতে চেয়েছিল পাকিস্তান!

১৯৭১ সালের নভেম্বরেই পরাজয় মেনে নিতে চেয়েছিল পাকিস্তান!

নিউজ ডেস্ক : ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় নভেম্বর মাসেই হার স্বীকার করে বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে চেয়েছিল পাকিস্তান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার।

দেশটির প্রভাবশালী সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তৎকালিন বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেন সাময়িকীর সাথে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার রক্তক্ষয়, দুর্ভোগ সত্ত্বেও চীনের সঙ্গে ওই সময় ঘনিষ্ঠতা বৃদ্ধি কতটা যৌক্তিক ছিল, এমন এক প্রশ্নের জবাবে ওই সময়কার মার্কিন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে থাকা কিসিঞ্জার বলেন, বাংলাদেশ সংকটের সূত্রপাত ১৯৭১ সালের মার্চ মাসে। আর চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা শুরু ১৯৬৯ সালেই।

কিসিঞ্জার বলেন, ওটা মোটেই চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন কিংবা বাংলাদেশের মানুষের দুর্ভোগের যেকোনো একটি বেছে নেওয়ার বিষয় ছিল না। যুক্তরাষ্ট্র বারবার বাংলাদেশকে স্বায়ত্তশাসন দেওয়ার ব্যাপারে পাকিস্তানকে বলে আসছিল।

বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার ব্যাপারে ১৯৭১ সালের নভেম্বর মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্টও একমত হয়েছিলেন। কিন্তু এরই মধ্যে পাকিস্তান ভারত আক্রমণ করে বসলো।

২৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে