শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬, ১০:৪৫:২২

রোহিঙ্গারাও তো মানুষ, যতদিন পারি আমরা তাদের রাখবো: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গারাও তো মানুষ, যতদিন পারি আমরা তাদের রাখবো: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : যেসব রোহিঙ্গা বাংলাদেশে এসে পড়ছেন তারাও তো মানুষ। যতদিন পারি আমরা তাদের রাখব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক কলেজের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'পরে তাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে অনুরোধ জানাব। তারা (মিয়ানমার) নিশ্চয়ই একটি ব্যবস্থা করবে।'

এর আগে দালালদের মাধ্যমে কিছু কিছু রোহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশ করে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে বলে স্বীকার করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

তিনি বলেন, তবে তাদের সংখ্যা খুবই কম। এটা অসম্ভব কিছু নয়। মিয়ানমারের সঙ্গে টেকনাফের ৬৩ কিলোমিটার সীমান্ত অত্যন্ত কঠিন হলেও অন্যান্য বারের চেয়ে অনুপ্রবেশ কম হয়েছে।

মেজর জেনারেল আবুল হোসেন বলেন, আপনারা জানেন সীমান্তের দুই পাড়েই কিছু দালাল রয়েছে। তাদের সহযোগিতায় অনুপ্রবেশের চেষ্টা চলছে। যেসব এলাকা দিয়ে অনুপ্রবেশ ঘটছে, সেসব এলাকা চিহ্নিত করে টহল বৃদ্ধি করা হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে হলে লোকাল কমিউনিটি এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

২৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে