শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬, ১১:৫৮:১০

নার্গিসের সুখবর জানাল পরিবার

নার্গিসের সুখবর জানাল পরিবার

নিউজ ডেস্ক : ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত সিলেট মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

প্রায় দেড় মাসের বেশি সময় ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজার হাসপাতালের বিছানায় বসা একটি ছবি প্রকাশ পেয়েছে ফেসবুকে। খাদিজার ভাই শরনান হক শাহীন নিজের ফেসবুক পাতায় ওই ছবি প্রকাশ করেন। পরে খাদিজার ওপর হামলার বিচার দাবিতে খোলা বিভিন্ন ফেসবুক পাতায়ও ছবিটি শেয়ার করা হয়।

খাদিজার বাবা মাসুক মিয়া জানান, হাসপাতালের একজন কর্মচারী ছবিটি তুলে শাহীনকে পাঠিয়েছিল। পরে শাহীন সেটা ফেসবুকে দিয়েছে।

গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলমের ধারালো অস্ত্রের আঘাতে তার মাথার খুলি ভেদে করে মস্তিষ্কও জখম হয়।

ঘটনার পর রাজধানীতে এনে প্রথম দিকে খাদিজাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিন দফা অস্ত্রোপচার হয়। অবস্থার উন্নতি হওয়ায় গত ১৩ অক্টোবর তার লাইফ সাপোর্ট খোলা হয়। এর সাত দিনের মাথায় খাদিজাকে হুইল চেয়ারে করে কিছুক্ষণ ঘোরানো হলেও সে সময় তিনি কাউকে চিনতে পারছিলেন না বলে তার স্বজন ও চিকিৎসকরা জানিয়েছিলেন।

শুক্রবার একটি টেলিভিশনকে খাদিজা বলেন, ‘বাড়ি গিয়ে লেখাপড়া করব। আমি আশা করেছি, একজন ব্যাংকার হবো। আমার বাবা-মাকে দেখাশোনা করব। ছোট ভাইকেও দেখব। আমি চাই, আমি যে অবস্থায় পড়েছি অন্য কেউ যাতে আমার মতো এ অবস্থায় না পড়ে। সবাই সবার মতো লেখাপড়া করুক। ওরা ওদের স্বপ্ন পূরণ করুক।’
২৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে