নিউজ ডেস্ক: শনিবার রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে প্রায় ৪৫ মিনিটেরে বেশি সময় কথা বলেন তিনি।
সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশে এখন কোনো কর্মী নেই। সবাই নেতা হয়ে গেছে। স্টেজ ভরে যায় নেতায়। বাংলাদেশকে মনে হয় নেতা উৎপাদনের বিরাট কারখানা। আর অন্যদিকে কর্মীর কারখান সংকুচিত হয়ে গেছে।
মন্ত্রী আরো বলেন, ‘বক্তৃতা একটা আর্ট। এটা অনেকই হাসাতেও পারে কাঁদাতেও পারে। অনেকই বিরক্ত হয়েও বক্তৃতা শুনেন, কারণ নেতার সামনে বসে শুনতে হয়। কার ঘাড়ে কয়টা মাথা আছে। কেউ না শুনলেও জোর করে শোনাতে হয়। এটার পরিণতি ভালো নয়।’
মন্ত্রী এও বলেন, ‘কত যে গল্প, সেই ১৯৪৯ সাল থেকে শুরু করে। মনে হয় সোনাবানুর পুঁথি বলতেই থাকে, সেটা শেষ হয় না’
২৬ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর