নিউজ ডেস্ক : ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দীন আল কাদরী আর নেই (ইন্নালিল্লাহে.....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব ছিলেন। রাজধানীর বারডেম হাসপাতালে শনিবার রাত ১০টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহারা গ্রামে।
রাজধানীর বিএমএ ভবনে একটি অনুষ্ঠানে থাকাকালে সন্ধ্যায় তার বুকে ব্যথা অনুভব করেন। বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার বাদ আসর ঢাকা জাতীয় ইদগাহ ময়দানে প্রথম জানাজা, সোমবার বাদ যোহর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ আসর জামিয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে তার মেয়ের জামাতা জানিয়েছেন।
২৭ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম