রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ১২:৪২:৫২

মিয়ানমারে মুসলামানদের গণহত্যার প্রতিবাদে এবার রাস্তায় নেমেছে হিজড়ারা

মিয়ানমারে মুসলামানদের গণহত্যার প্রতিবাদে এবার রাস্তায় নেমেছে হিজড়ারা

নিউজ ডেস্ক: মিয়ানমারে নির্বিচারে মুসলমান রোহিঙ্গাদের গণহত্যা, নির্যাতন, লুটপাটের প্রতিবাদে এবার মানববন্ধন করেছে রাজধানীর পদ্মকুঁড়ি হিজড়া সংঘ।

গতকাল (শনিবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সংঘের প্রায় শতাধিক হিজড়া মানববন্ধন করে।

এ সময় পদ্মকুঁড়ি হিজড়া সংঘের সভাপতি আনোরি হিজরা বলেন, ‘সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। আমরা মিয়ানমারের মুসলমানদের ওপর সে দেশের সরকারের এমন অমানুষিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

মিয়ানমার সরকারের প্রতি তিনি বলেন, ‘আপনারাও মানুষ, রোহিঙ্গারাও মানুষ। মানুষ হয়ে মানুষকে এভাবে নির্বিচারে হত্যা করতে পারেন না।’ এসময় তিনি এ ব্যাপারে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে পদ্মকুঁড়ি হিজড়া সংঘের সাধারণ সম্পাদক রুপা হিজড়া বলেন, ‘আপনি আমাদের অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন। আমরা জানি আপনি জনগনের বন্ধু। তাই আমরা অনুরোধ করবো সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের জীবন রক্ষা করুন।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নাসিমা হিজড়া, সুইটি হিজড়া, সীমা হিজড়া প্রমুখ।
২৭ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে