নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ বিমানটি বাংলাদেশ সময় রবিবার রাত ১১টা ০৫ মিনিটে হাঙ্গেরিরর রাজধানী বুদাপেস্টে পৌঁছায় বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।
বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে জরুরি অবতরণের কয়েক ঘণ্টা পর ফের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পথে উড়াল দেয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে আশখাবাদ থেকে বুদাপেস্টের পথে যাত্রা করে বিমানটি।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির ত্রুটির বিষয়ে শাকিল মেরাজ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০১১) ‘রাঙ্গা প্রভাত’ আজ সকাল ৯টা ১৪ মিনিটে ঢাকা থেকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে যাত্রা করে। যাত্রাপথে ওই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে বাংলাদেশ সময় সোয়া দুইটায় তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অবতরণ করে। পরবর্তী সময়ে ‘রাঙা প্রভাত’–এর যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে আশখাবাদ থেকে বুদাপেস্টের পথে যাত্রা করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটিতে ত্রুটির সংকেত পাওয়ায় পাইলট বিমানটিকে তুর্কিমিনিস্তানের রাজধানী আসকাবাদে নিরাপদে অবতরণ করান। সেখানে প্রায় চার ঘণ্টা অবস্থান করার পর বাংলাদেশ সময় ৬:৪৪ মিনিটে বিমানটি আবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্যেশ্যে রওনা করেছে। সেখানে অবস্থান করার সময় সেদেশের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সহ আরও অনেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন এবং তার সার্বিক খোঁজখবর নেন।
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি