সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ১০:১৫:০৬

উসকানির ২ মামলায় মান্নার জামিন বহাল

উসকানির ২ মামলায় মান্নার জামিন বহাল

নিউজ ডেস্ক : রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে দায়ের করা দুই মামলায় আটক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। অপরদিকে মান্নার পক্ষে ছিলেন শাহদীন মালিক ও ইদ্রিসুর রহমান।

মান্নার জামিন বহাল থাকলেও পুলিশের তদন্ত রিপোর্ট জমা দেয়া না পর্যন্ত মান্নার পাসপোর্ট জমা রাখার নির্দেশ দেয়া হয়েছে।  

রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগের দুই মামলায় হাইকোর্ট থেকে মান্না জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ নভেম্বর পর্যন্ত তা স্থগিত করে নিয়মিত লিভ টু আপিলের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
২৮ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে