নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতামূলক চুক্তি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরামের (টিকফা) আওতায় দুই দেশের সরকারি পর্যায়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী মাসে। তবে ঢাকায় অনুষ্ঠেয় নির্ধারিত ওই সভা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
টিকফার আসন্ন সভা নিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট যোগাযোগ করলে সচিবালয়ে রবিবার তার সঙ্গে আলোচনায় বসেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আগামী মাসের টিকফা বৈঠক স্থগিতের কথা জানানো হয় এ সময়। নির্বাচন-পরবর্তী যুক্তরাষ্ট্রে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে বাণিজ্য প্রতিনিধি সংস্থা ইউএসটিআরেও পরিবর্তন আসছে বলে অবহিত করা হয়। এ কারণেই মূলত ডিসেম্বরের বৈঠকটি আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ হতে পারে বলে জানানো হয়।
টিকফার আসন্ন বৈঠক নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী রবিবার বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন সরকার গঠন হবে যুক্তরাষ্ট্রে। টিকফার আলোচনাটি হয় ইউএসটিআরের সঙ্গে। এ সংস্থায় বর্তমানে যিনি আছেন, তিনি হয়তো থাকবেন না। আগামী মাসে যে বৈঠক হওয়ার কথা ছিল, তা অনুষ্ঠিত হতে পারে আগামী বছরের মার্চ-এপ্রিলের সুবিধাজনক কোনো এক সময়ে।
২৮ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম