নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ভিভিআইপি ফ্লাইট বিজি-১০১১ (রাঙ্গা প্রভাত)-এর যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান।
বাংলাদেশ বিমানের কারিগরি শাখার প্রধান ক্যাপ্টেন ফজর মাহমুদ চৌধুরীকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখার মহা-ব্যবস্থাপক শাকিল মেরাজ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, পানি সম্মেলনে যোগ দিতে রোববার সকালে বাংলাদেশ বিমানের বিজি-১০১১ ফ্লাইটে বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। পরে ত্রুটি সারিয়ে বিমানটি হাঙ্গেরির পথে রওনা হয়। বিজি ০০১ ফ্লাইটকে ভিভিআইপি ফ্লাইটের ব্যাকআপ কাভারেজ দেয়ার জন্য তাৎক্ষনিকভাবে সেখানে পাঠানো হয়েছিলো।
২৮ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম