সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৬:২৮:৪৬

‘দলীয় প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন চায় যুক্তরাষ্ট্র’

‘দলীয় প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন চায় যুক্তরাষ্ট্র’

নিউজ ডেস্ক : সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাশা বার্নিকাট। আজ বিকেলে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের এ আগ্রহের বিষয়টি ব্যক্ত করেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছেন, তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখতে চান না। যুক্তরাষ্ট্র চায় পরবর্তী সংসদ নির্বাচন এমন হবে যেখানে প্রত্যেক ভোটার নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবে এবং তাদের প্রতিটি ভোট গণনা হবে। যুক্তরাষ্ট্র মনে করে এমন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রথম পদক্ষেপ হওয়া উচিত একটি দলীয় প্রভাবমুক্ত শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন।

মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র সেখানে সৃষ্ট হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানায়। সেখানে প্রতিটি ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দেখতে চায় যুক্তরাষ্ট্র।

এবিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি ও অবস্থান ব্যক্ত করে বার্নিকাট বলেন, রোহিঙ্গা বিষয়টি মিয়ানমারের। সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রবেশাধিকার প্রায় বন্ধ রয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে ওই এলাকায় মানবিক ত্রাণকর্মীদের প্রবেশাধিকার নির্বিঘ্নে করতে তাগিদ দেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এনিয়ে আলোচনা হবে বলেও জানান বার্নিকাট।

২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে