নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার আসামি র্যাব সদস্য এসআই পূর্ণেন্দু বালা প্রকাশ্য আদালতে হাউ মাউ করে কেঁদে বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘সাত খুনের তিন মাস আগে বিয়ে করেছিলাম। স্ত্রীর গর্ভে আমার সন্তানও এসেছিল। আমি জেলে থাকায় আমার স্ত্রী গর্ভের সন্তান নষ্ট করে বাড়ি থেকে তার পিত্রালয়ে চলে গেছেন। কোনো অন্যায় না করেও এতো দিন ধরে জেলে পড়ে আছি।’
সোমবার দুপুর ১টায় সামরিক বাহিনী থেকে বরখাস্ত লে. কর্ণেল ও র্যাব-১১ সাবেক কমান্ডিং অফিসার (সিও) তারেক মোহাম্মদ সাঈদের পক্ষে যুক্তিতর্ক চলার সময় পুর্ণেন্দু বালা এ কথা বলেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোমবার সকাল সাড়ে ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত গ্রেফতারকৃত ২৩ আসামির উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে ৪র্থ দিনে আরও ৭ আসামির পক্ষে যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। এনিয়ে ৩৫ আসামির মধ্যে ৩০ জন আসামির আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ফের বাকী আসামিদের যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
তদন্ত শেষে প্রায় একবছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। কিন্তু অভিযোগপত্র থেকে পাঁচ আসামিকে বাদ দেওয়ায় এবং প্রধান আসামি নূর হোসেনের জবানবন্দি ছাড়া অভিযোগপত্র আদালত আমলে নেওয়ায় ‘নারাজি’ আবেদন করেন সেলিনা ইসলাম বিউটি। আবেদনটি ম্যাজিস্ট্রেট আদালত ও জজ আদালতে খারিজ হয়ে গেলে বিউটি উচ্চ আদালতে যান। হাইকোর্টের আদেশে বলা হয়, পুলিশ চাইলে মামলাটির ‘অধিকতর তদন্ত’ করতে পারে এবং ‘হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনার’ ধারা যুক্ত করে নতুন করে তদন্ত প্রতিবেদন দিতে পারে।
গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের দুই মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জন কারাগারে আটক রয়েছেন। আর চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে এখনো ১২ জন পলাতক রয়েছেন।
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি