সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৮:৪৮:০৮

বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাতিল করলেন রদ্রিগো দুয়ার্তে

বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাতিল করলেন রদ্রিগো দুয়ার্তে

নিউজ ডেস্ক : নিউ ইয়র্ক ফেড থেকে কেন্দ্রীয় ব্যাংকের চুরি হওয়া রিজার্ভ উদ্ধার নিয়ে বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। সোমবার প্রেসিডেন্ট প্যালেসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসিডেন্ট দুয়ার্তের মুখপাত্র আর্নেস্টো আবেলা জানিয়েছেন, ‘প্রেসিডেন্টের দ্রুত দৃষ্টি আকর্ষণের মতো জরুরি বিষয় থাকায়’ বৈঠকটি বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশি কর্মকর্তারা ইতোমধ্যে বেশ কয়েকটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে বৈঠক করেছেন এবং রিজার্ভ চুরি নিয়ে আলোচনা করেছেন।

ফিলিপাইনের সংবাদমাধ্যম দ্য ইনকোয়ারার-এর খবরে বলা হয়েছে, বাংলাদেশি প্রতিনিধি দলটি দুয়ার্তের সঙ্গে বৈঠক করে চুরি হওয়ার রিজার্ভ উদ্ধার নিয়ে আলোচনা করার কথা ছিলো।

বাংলাদেশি প্রতিনিধি দলে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের সচিব ও একজন সংসদ সদস্য।

ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জন গোমেজ জানান, বাংলাদেশি প্রতিনিধি দলটির সিনেট প্রেসিডেন্ট আকুইলিনো পিমেন্টেল ৩য়, আইন সচিব ভিটালিয়ানো আগুইরো ২য়, অর্থ সচিব কার্লোস ডমিনগুয়েজ ৩য় এবং ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। দলটি চারদিন ফিলিপাইনে অবস্থান করবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ১ বিলিয়ন ডলার সরিয়ে নেওয়ার চেষ্টা করে হ্যাকাররা। তবে সন্দেহ হওয়ায় ফেডারেল রিজার্ভ কর্তৃপক্ষ কিছু অর্থ আটকে রেখে ৮১ মিলিয়ন ডলার ছেড়ে দেয়। হ্যাকারদের হাতে যাওয়া সেই ৮১ মিলিয়ন ডলার শুরুতে যায় ফিলিপাইনের একটি বেসরকারি ব্যাংকে। সেখান থেকে ক্যাসিনো হয়ে হংকংয়ে ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তরিত হয় ওই অর্থ।

২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে