মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬, ১২:৩৮:১৬

‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নৃশংস গণহত্যা চলছে’

‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নৃশংস গণহত্যা চলছে’

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিবাসী রোহিঙ্গা মুসলমানদের জাতিগতভাবে নির্মূল করার ভয়ংকর পরিকল্পনা নিয়ে মায়ানমারের সেনাবাহিনী, বৌদ্ধ ভিক্ষু, পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা নিষ্ঠুর গণহত্যায় মেতে উঠেছে বলে জানিয়েছেন শত নাগরিক জাতীয় কমিটির নেতৃবৃন্দ।

গতকাল এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হাজার হাজার নিরপরাধ, নিরস্ত্র রোহিঙ্গাকে শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। জ্বালিয়ে দেয়া হচ্ছে গ্রামের পর গ্রাম। নারী, শিশু, বৃদ্ধ কেউই এই বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না। এই ভয়াবহ জঘন্য নিধনযজ্ঞের নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা আমাদের সকল শুভ কামনাকে একত্রিত করে বলছি, বন্ধ কর এই পৈশাচিক হত্যাযজ্ঞ।

বিবৃতিদাতারা হলেন, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ (আহ্বায়ক), সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, কবি আল মাহমুদ, প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, মোহাম্মদ আসাফউদ্দৌলাহ, শওকত মাহমুদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

বিবৃতিতে তারা বলেন, জাতিসংঘ, ওআইসি, আরব লীগ, মানবাধিকার সংস্থাসমূহ এবং চীন, জাপানসহ বিশ্বের সকল দেশ ও বিবেকবান মানুষের কাছে আকুল আবেদন করছি, রোহিঙ্গা জাতিকে বাঁচান। গণহত্যা বন্ধ করতে মিয়ানমার সরকারকে বাধ্য করুণ। মানুষ ও মানবতার দুশমন মিয়ানমারকে সামগ্রিকভাবে বয়কট করুন। সার্ভিয়ার গণহত্যাকারীদের যেভাবে আন্তজাতিক আদালতে বিচার করা হয়েছে সেভাবে বার্মার বর্তমান শাসকদের দ্রুত বিচারের ব্যবস্থা নিন।

আমরা মনে করি, অং সান সুচির নেতৃত্বাধীন সরকারই এই গণহত্যার জন্য দায়ী। সূচি এই গণহত্যা বন্ধে ন্যূনতম কোন ব্যবস্থা না নিয়ে মৌনব্রত পালন করছেন। যার অর্থ দাঁড়ায়- তার সমর্থনেই এই বিভীষিকাময় গণহত্যা চলছে। নোবেল পুরস্কারের মতো মহতী পুরস্কার এই অরকম গণহত্যার সমর্থকদের হাতে মানায় না। এটা নোবেল শান্তি পুরস্কারেরও অপমান। সেজন্য নোবেল কমিটির কাছে আমাদের প্রত্যাশা, অং সান সূচির নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার করে নোবেল শান্তি পুরস্কারের মর্যাদা রক্ষা কুন। এমজমিন
২৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে