নিউজ ডেস্ক : নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও তার স্ত্রী আফরোজী ইউনূসের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে তফসিলি ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। এতে হিসাবের স্থিতি, লেনদেনের সার্বিক তথ্য চাওয়া হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে চিঠি দিয়ে ড. ইউনূস ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে ড. মুহাম্মদ ইউনূস ও তার স্ত্রী আফরোজী ইউনূসের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
চিঠিতে গ্রামীণ ব্যাংকের নামে পরিচালিত এফডিআর, মেয়াদি আমানত, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ বিতরণের তথ্য, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার, ভল্ট এবং সঞ্চয়পত্রে বিনিয়োগের তথ্য পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে ট্যাক্স রিটার্নের সঙ্গে আয়-ব্যয়ের মিল আছে কিনা—তা খতিয়ে দেখতে বলা হয়েছে। বিডি প্রতিদিন
২৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি