নিউজ ডেস্ক : বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে বসছেন জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে জোটের সব দলের প্রধানকে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
নির্বাচন কমিশন পুনর্গঠন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে জোটের শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে খালেদা জিয়া আলোচনা করবেন বলে জানা গেছে।
২৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস