মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬, ০২:৪৫:১৯

গয়েশ্বরকে নতুন দায়িত্ব দিলেন খালেদা জিয়া

গয়েশ্বরকে নতুন দায়িত্ব দিলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক : নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র  রায়কে প্রধান সমন্বয়ক করে সমন্বয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে এই দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, গঠিত সমন্বয় কমিটিতে ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবদুস সালাম আজাদকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে বলেও জানান রিজভী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-দফতর মুনির হোসেন প্রমুখ।
২৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে