নিউজ ডেস্ক : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় যুক্তরাষ্ট্র বেশ উদ্বিগ্ন। এ সমস্যার সমাধানে বাংলাদেশসহ অন্য সমমনা দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী।
তিনি গতকাল ঢাকার কূটনৈতিক সংবাদদাতাদের সঙ্গে ‘ডিক্যাব টক’ শীর্ষক অনুষ্ঠানে মতবিনিময় করছিলেন। মার্শা বার্নিকাট বলেন, রাখাইন রাজ্যে সাম্প্রতিক অভিযানের পর সেখানে মানবিক সহায়তা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কাজেই সেখানে কী ঘটছে, তা আমরা জানি না। এ কারণে সেখানকার সমস্যা সমাধানের জন্য একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও আনুষ্ঠানিক তদন্ত হওয়া প্রয়োজন।
তিনি বলেন, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের অবস্থানকে আমরা স্বাগত জানাই। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। মিয়ানমারে আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রবেশাধিকার প্রায় বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকায় মানবিক ত্রাণকর্মীদের প্রবেশাধিকার নির্বিঘ্ন করতে তাগিদ দেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ নিয়ে আলোচনা হবে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
বাংলাদেশের পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছেন, তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখতে চান না। যুক্তরাষ্ট্র চায় পরবর্তী সংসদ নির্বাচন এমন হবে যেখানে প্রত্যেক ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং তাদের প্রতিটি ভোট গণনা হবে। যুক্তরাষ্ট্র মনে করে এমন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রথম পদক্ষেপ হওয়া উচিত একটি দলীয় প্রভাবমুক্ত শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন।
২০১৭ সালকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও বাড়ানোর সুযোগের বছর হিসেবে উল্লেখ করে মার্কিন দূত বলেন, এই বছরে নবগঠিত সরকার আসবে। সেখানে নতুন প্রশাসন আসবে। কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মোটাদাগে কোনো পরিবর্তন আসবে না। ধানমন্ডির ইএমকে সেন্টারে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিক্যাব সভাপতি আঙুর নাহার মন্টি ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পান্থ রহমান। এমজমিন
৩০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি