বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬, ০৯:৪২:৩১

শুক্রবার প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া মাহফিল

শুক্রবার প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া মাহফিল

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আগামী শুক্রবার (২ ডিসেম্বর) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার (২ ডিসেম্বর) বাদ জুমা শেখ হাসিনার সুস্বাস্থ ও দীর্ঘ জীবন কামনায় দেশের সব মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একইসঙ্গে প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোডায় এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ক্ষমতাশীল এ রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিবৃতিতে আওয়ামী লীগের সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণকে সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় যথাযথভাবে এই বিশেষ দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, বিশ্ব পানি সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে এখন হাঙ্গেরিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। আগামীকাল বুধবার (৩০ নভেম্বর) রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
৩০ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে