নিউজ ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করার জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর দুই দিনের সফরে আজ ঢাকায় এসেছেন। প্রতিনিধি দলটি দুদিনের সফর শেষে আগামী ১ ডিসেম্বর নিজ দেশে প্রত্যাবর্তন করবে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী শ্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পরিক্করের নেতৃত্বে ১১ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ভারতীয় বিশেষ বিমান যোগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছায়।
সফরের প্রথম দিনে আজ ভারতের প্রতিরক্ষামন্ত্রী তার প্রতিনিধিদলসহ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও তিনি সফরসঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকির (অব.) সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন।
প্রতিনিধি দলটির সঙ্গে সফররত ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর উপ-প্রধানগণ যথাক্রমে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। সাক্ষাতের সময় তারা দু'দেশের বাহিনীগুলোর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
৩০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি