নিউজ ডেস্ক : এবার সৌদি আরবে বাংলাদেশি ১২৯ হাজির স্বাভাবিক মৃত্যু হয়েছে জানিয়েছেন ধর্ম সচিব ড. চৌধুরী বাবুল হাসান। সৌদিতে হজ পালন করতে গিয়ে তাদের মৃত্যু হয়। সৌদিতে কারো মৃত্যু হলে সাধারণত ওই ব্যক্তির লাশ তার দেশে ফেরত দেয়ার নিয়ম নেই।
তবে মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজিদের লাশ দেশে ফেরত আনা হবে কিনা সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ধর্ম সচিব ড. চৌধুরী বাবুল হাসান।
রোববার সচিবালয়ে তার দফতরে সাংবাদিকদের এসব কথা জানান।তিনি।
ধর্মসচিব বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, তাতে মিনা ট্র্যাজেডিতে নিহতদের মধ্যে ৭৯ জন বাংলাদেশি হাজি রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৭০ জনের মতো। তবে এ সংখ্যা বাড়তে পারে। হজ পালন করতে গিয়ে মৃত ১২৯ জন বাংলাদেশি হাজির মধ্যে ১০৫ পুরুষ ও ২৪ নারী।
তিনি বলেন, সৌদিতে হজে গিয়ে যদি কেউ মারা যান, তবে তার লাশ স্বদেশে ফেরত পাঠানোর রেওয়াজ নেই। যদিও মিনায় অস্বাভাবিক মৃত্যুর কারণে ইরান কিছু ফেরত নিয়েছে। বাংলাদেশ নিহতদের লাশ ফেরত চাইবে কিনা সে সিদ্ধান্ত নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার।
ধর্মসচিব আনুষ্ঠানিকভাবে নিহত ও নিখোঁজ বাংলাদেশির সংখ্যা আজ রোববার জানালেও এ তথ্য গতকাল শনিবারই জানিয়ে দিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট।
কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের মধ্যে দুজনের পরিবার লাশ দেশে পাঠানোর জন্য আবেদন করেছে। বাকিদের সৌদিতে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
১১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম