বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০১৬, ০১:৫৯:৪০

শফিক রেহমান নয়, মাহমুদুর রহমানকেই দেখতে গেলেন খালেদা জিয়া

শফিক রেহমান নয়, মাহমুদুর রহমানকেই দেখতে গেলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক : বিএনপিপন্থী ও সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে অসুস্থ অবস্থায় দেখতে না গেলেও এক সময়কার আমলা ও পরবর্তীতে সম্পাদক মাহমুদুর রহমানকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে গিয়ে মাহমুদুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন খালেদা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বুধবার রাত ১০টার দিকে ইউনাইটেড হাসপাতালে মাহমুদুর রহমানকে দেখতে যান খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে দলের অন্য নেতারাও ছিলেন। এসময় মাহমুদুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন খালেদা।

জানা গেছে, ইউনাইটেড হাসপাতালে গিয়ে খালেদা জিয়া মাহমুদুরের চিকিৎসার খোঁজ-খবর নেন। হাসপাতালে মাহমুদুরের মা মাহমুদা বেগম ও স্ত্রী ফিরোজা মাহমুদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। হাসপাতালে চিকিৎসক ফাওয়াজ হোসেন শুভর তত্ত্বাবধানে মাহমুদুরের চিকিৎসা চলছে।

এদিকে, মাহমুদুর রহমানকে দেখতে গেলেও প্রায় দুই মাস আগে দলের আন্তর্জাতিক বিষয়ক টিমের গুরুত্বপূর্ণ সদস্য শফিক রেহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও দেখতে যাননি খালেদা জিয়া। গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়ে বারডেম হাসপাতালে ভর্তি হয়েছিলেন শফিক রেহমান।

গত ১৬ এপ্রিল শফিক রেহমান গ্রেফতার হলে পর দিন মির্জা ফখরুলসহ বিএনপির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা সমবেদনা জানাতে রেহমানের ইস্কাটনের বাসায় গেলেও মুক্তির পর কোনও নেতাই কাছাকাছি যাননি তার।

চেয়ারপারসন কার্যালয়ের এক কর্মকর্তা মনে করেন, কোথাও যেতে হলে ম্যাডামকে জানাতে হয়, বলতে হয়। শফিক রেহমান মুক্তি পেলেও এই কাজটি কেউ করেনি, কিন্তু আমার দেশ সম্পাদকের ক্ষেত্রে ঘটেছে।

মাহমুদুর রহমানকে দেখতে যাওয়ার সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, আফরোজা খানম রীতা, ফরহাদ হোসেন ডোনার, শামা ওবায়েদ, আমার দেশের সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ ও জাহেদ চৌধুরীসহ অনেকে।

১ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে