শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ০২:২০:০৮

বিমানে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছিল: কামরুল

বিমানে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছিল: কামরুল

নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, হাঙ্গেরী যাওয়ার প্রাক্কালে বিমান দুর্ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর অসীম রহমতে তিনি বেঁচে গেছেন।

গতকাল (শুক্রবার) বিকালে আশুলিয়ায় বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আল হিকমাহ স্পেশালাইজড এন্ড জেনারেল হসপিটাল লিমিটেডের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামের নামে অনেকে জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। একটি চক্র দেশের অশান্তি করছে। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে অসাম্প্রদায়িক দেশ গঠনে সকল দেশপ্রেমিক আলেমদের এগিয়ে আসতে হবে।

ফাউন্ডেশনের উপদেষ্টা ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের এমপি ডা. এনামুর রহমান। প্রধান আলোচক ছিলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ রমজান আলী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএম ইসমত কাদীর গামা, ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে