স্পোর্টস ডেস্ক: যেন জীবন যুদ্ধের মাসূল দিচ্ছেন রোহিঙ্গারা। সোমবার ঘটে এক বড় ঘটনা। কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমারের জলসীমায় রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে গেছে।
এসময় টেকনাফের স্থানীয় জেলেরা ২ জনকে উদ্ধার করেছে। আজ সোমবার সকালে নাফ নদীর টেকনাফের জাদীমুরার বিপরীতে মিয়ানমারের সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
স্থানীয় জেলে সুমন জানান, রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যেতে তারা দেখেছেন। ঘটনার পর সাঁতার কেটে রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় আসতে দেখে তারা দুজনকে উদ্ধার করে তীরে নিয়ে এসেছেন। উদ্ধার হওয়াদের মধ্যে রেহেনা নামে একজন জানান, ওই নৌকায় ৩৫ জন লোক ছিল। তারা বাংলাদেশে প্রবেশের জন্য চেষ্টা করছিল।
এ ব্যাপারে টেকনাফ ২ নম্বর বিজিবি অভিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, নৌকা ডুবে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। নৌকাডুবির ঘটনাটি মূলত মিয়ানমারের অভ্যন্তরের জলসীমায়। এরপরেও ঘটনাস্থলের দিকে বিজিবির সদস্যদের খোঁজখবর নিতে পাঠানো হয়েছে।
৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর