মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০১৬, ১২:২৫:৪১

জোড় ইজতেমায় এখন পর্যন্ত ৬ ধর্মপ্রাণ মুসল্লির মৃত্যু

জোড় ইজতেমায় এখন পর্যন্ত ৬ ধর্মপ্রাণ মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক : শুক্রবার শুরু হওয়া জোড় ইজতেমায় সোমবার বিকেল পর্যন্ত গত চার দিনে মোট ৬ জন মুসল্লি­র মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাদের জন্য আল্লাহর কাছে দু’ হাত তুলে দোয়া করেছেন লাখো মুসল্লি। তাদের কন্ঠে ছিল- হে আল্লাহ, আপনি তাদের জান্নাত নসিব করুন।

তারা হলেন: মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ির মন্দা পশ্চিমপাড়া গ্রামের  মৃত- আনছার উদ্দিন মোল্লার ছেলে, আব্দুল কাদের মোল্লা (৬৫) ও গাজীপুর সদরের লক্ষ্মীপুর গ্রামের মৃত-আব্দুল মালেক মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৬০), খুলনা সদর এলাকার জিন্নাপাড়া গ্রামের মৃত সদর উদ্দিন হাওলাদারের ছেলে ইসমাইল হোসেন (৭০), কুমিল্লা জেলার চান্দিনা থানার বসন্তপুর গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে লিয়াকত হোসেন (৭৬) ও নাটোর জেলার বরাইগ্রাম থানার বয়না ভরট গ্রামের মৃত মাখন মোল্লার ছেলে বয়েজ উদ্দিন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। অপর এক মুসল্লি নোয়াখালী মাইজদী এলাকার আমির হোসেন বাবু মারা যান।
০৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে