মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০১৬, ০৭:২৫:৩৮

শাকিলের মৃত্যু : ৬ রেস্টুরেন্ট কর্মী আটক

শাকিলের মৃত্যু : ৬ রেস্টুরেন্ট কর্মী আটক

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গুলশানের যে রেস্টুরেন্টে মারা গেছেন সেখানকার ৬ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রেস্টুরেন্টটির নাম সামদাদো।  

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

রাজধানীর গুলশান দুই নম্বরের একটি জাপানি রেস্তোরাঁয় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে মাহবুবুল হক শাকিল অন্যতম ছিলেন। মাহবুবুল হক শাকিল আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদে বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন এক সময়কার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি এই ছাত্রনেতা। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর।

১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা জহুরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানে জেলা পরিষদের প্রশাসক। মা শিক্ষকতা করেন। তিনি একটি কন্যা সন্তানের জনক।
৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে