নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের প্রথম জানাজা শেষে তার মরদেহ এখন ময়মনসিংহে নেয়া হচ্ছে। মাহবুবুল হক শাকিলের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স বুধবারে বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের পথে রওনা করে।
ময়মনসিংহের বাগমারায় নিজ বাড়িতে তার মরদেহ পৌঁছলে সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বেলা ১১টায় মাহবুবুল হক শাকিলের প্রথম জানাজা সম্পন্ন হয়।
জানাজায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আফরাফুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ দলটির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত শেষ হয়।
উল্লেখ্য, মঙ্গলবার তিনি গুলশান–২ নম্বরে সামদাদো নামের একটি জাপানি রেস্তোরাঁয় মারা যান।
০৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম