সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ১০:০৯:৩২

ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার

ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার

ঢাকা : জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডের আট দিন পর ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা আড়াইটার দিকে গুলির খোসাটি উদ্ধার করা হয় বলে জানা গেছে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আরও পাঁচজনকে আটক করেছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। তবে আটকের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এছাড়া আটক সিএনজিচালক সুইটকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত দল রোববার কুনিও হোশির খুনের ঘটনাস্থল থেকে গুলির খোসাটি উদ্ধার করেছে। লক্ষ্যভ্রষ্ট গুলিটি মাটির প্রায় এক ফুট মাটির গভীরে ছিল। তদন্ত দল বেলা আড়াইটার দিকে মাইন সার্চ মেটাল ডিটেকক্টর দিয়ে অনুসন্ধান চালিয়ে তা উদ্ধার করে। রংপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন গুলির খোসা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পুলিশ সেখান থেকে ৩টি গুলির খোসা উদ্ধার করে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ আরও পাঁচজনকে আটক করেছে বলে দাবি করেছে আটকদের পরিবারের সদস্যরা। এর মধ্যে চারজনকে শুক্রবার রাতে রংপুর নগরীর জুম্মাপড়া ও শাহীপাড়া থেকে আটক করা হয়। তারা হলেন- মোটর শ্রমিক নেতা রাজু আহমেদ, তার চাচাতো ভাই সোহেল আহমেদ, ফুপাতো ভাই এরশাদুল ইসলাম ও ভাগ্নে রংপুর পলিটেকনিক্যাল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র রাহাত হোসেন। প্রথম ৩ জনকে জুম্মাপাড়া ও রাহাতকে নগরীর শাহীপাড়া থেকে আটক করা হয়েছে। আর শনিবার রাতে রাজশাহী থেকে রাজু আহমেদের মামাতো ভাই নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেলকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন রাজুর মা নূরজাহান বেগম ও স্ত্রী রাশিদা বেগম। তবে মামলার তদন্ত কর্মকর্তা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তিনি জানান, পাঁচজন আটকের বিষয়টি তিনি জানেন না।

হত্যাকাণ্ডের ঘটনায় পাবনার শালগাড়িয়া গ্রাম থেকে আটক সিএনজিচালক সুইট মিয়াকে ছেড়ে দেয়া হয়েছে। কাউনিয়া থানা পুলিশ তা নিশ্চিত করেছে।

এছাড়া জাপান দূতাবাসের একটি প্রতিনিধি দল রোববার সকালে কুনিও হোশি যেখানে ভাড়া থাকতেন সেই মুন্সিপাড়ার বিভিন্ন স্থানে নানা বিষয়ে খোঁজখবর নেয়। পরে তারা বেলা ১টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। ওই বৈঠকে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারিসহ ৩ কর্মকর্তা ছিলেন। জেলা প্রশাসক রাহাত আনোয়ার সাংবাদিকদের জানান, জাপান প্রতিনিধি দল নানা বিষয়ে সহায়তার জন্য আবেদন জানায়। তিনি তাদের আশ্বস্ত করে বলেন, যে কোনো বিষয়ে সহায়তার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে।

এর আগে এ ঘটনায় রাজশাহী থেকে আটক ব্র্যাক ব্যাংকের সেলস অ্যান্ড সার্ভিস অফিসার মো. সুলতান নাহিদ ও ক্রেডিট কার্ড অফিসার এইচএম শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার ছেড়ে দেয় পুলিশ।

এছাড়া এদিন বিএনপি নেতা রাশেদ-উন-নবী খান বিপ্লবের রিমান্ড বাতিল করে কারাগারে পাঠানো হয়। ৩ অক্টোবর কুনিও হত্যার পরপরই রাশেদ-উন-নবী খান বিপ্লবকে আটক করা হয়। ৬ অক্টোবর তাকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। রিমান্ডে থাকা অপর আসামি হুমায়ুন কবীর হীরাকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকায় ইতালীয় নাগরিক খুনের পাঁচ দিনের মাথায় ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। তিনজন মুখোশধারী তাকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য। নগরীর মুন্সিপাড়ায় গোলাম জাকারিয়া বালার বাড়িতে ভাড়া থাকতেন কুনিও।

কুনিও হোশির লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাকে রংপুরে সমাহিত করা সম্ভব কিনা তা জানতে চেয়ে জাপান দূতাবাস সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করলেও এখন পর্যন্ত সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে