সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬, ০৯:১০:৫৪

ঈদের চাঁদ উঠার আগেই নেতাদের কোরবানি দেয় বিএনপি : হানিফ

ঈদের চাঁদ উঠার আগেই নেতাদের কোরবানি দেয় বিএনপি : হানিফ

নিউজ ডেস্ক : ঈদের চাঁদ উঠার আগেই বিএনপি তাদের নেতাদের কোরবানি দিয়ে দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এ সময় ইসি গঠনের প্রস্তাব নিয়ে বিএনপিকে রাষ্ট্রপতির কাছে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগের পক্ষে স্বাগত জানান হানিফ।

সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ অফিসের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগ আয়োজিত দলের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার এবার সিটি নির্বাচনে প্রার্থী না হওয়ার বিষয়ে হানিফ বলেন, গেল নির্বাচনের আগে বিএনপি নেতা তৈমুরকে দল থেকে হঠাৎ বলা হলো নির্বাচন থেকে সরে আসতে। তখন মন খারাপ করে তিনি বলেছিলেন, কোরবানির গরুকেও মানুষ গোসল করার সময় দেয়; আমাকে তাও দেওয়া হলো না। সম্ভবত সে কারণেই এ বছর সিটি নির্বাচনে তিনি প্রার্থী হলেন না। এটাই প্রমাণ করে, তারা শুধু অন্য দলের নয় নিজ দলের নেতাদেরও কোরবানি দিয়ে দেয়।

তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে অবৈধভাবে বিএনপি গঠন করেছিলেন। এ অশুভ শক্তি দেশের জনগণের দুশমন। তারা যতদিন থাকবে ততদিন এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রয়েছে উল্লেখ করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে নির্বাচিত করবে এবং বিএনপিকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। দেশের মানুষের প্রতি আস্থা হারিয়েই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ইস্যু বানিয়ে মাঠ গরম করার জন্য নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সভাপতি মো. শামসুর রহমান বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব মোল্লার পরিচালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় শ্রমিক লীগের কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
১২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে